সপ্তর্ষি রায়চৌধুরী নাগাল্যান্ডে আয়োজিত সর্বপ্রথম রাপিড রেটিং ওপেন চ্যাম্পিয়ন
14/05/2025 - GM সপ্তর্ষি রায়চৌধুরী নিজের নাম ইতিহাসের পাতায় লিখে ফেললেন যখন তিনি নাগাল্যান্ডে অনুষ্ঠিত সর্বপ্রথম রাপিড রেটিং ওপেন টুর্নামেন্টে বিজয়ী হন। চারজন খেলোয়াড় - সপ্তর্ষি, তন্ময় রাজবংশী, সোরম রাহুল সিংহ ও অর্পণ দাস প্রত্যেকেই ৭.৫ পয়েন্ট করেন। তাঁরা প্রথম থেকে চতুর্থ স্থান অধিকার করেন টাই-ব্রেক অনুযায়ী যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৩০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৪০০০০, ₹৩০০০০ ও ₹২০০০০ সঙ্গে একটি করে ট্রফি। নাগাল্যান্ড দাবা এসোসিয়েশন এই দুইদিনব্যাপী নয় রাউন্ড রাপিড রেটিং টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ডন বস্কো ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড লিডারশিপ, ডিমাপুর, নাগাল্যান্ডে ২৪শে ও ২৫শে এপ্রিল ২০২৫। ইহা সপ্তর্ষির বছরের দ্বিতীয় টুর্নামেন্ট বিজয়। ছবি: মেঙ্গিসে হেইকম / নাগাল্যান্ড দাবা এসোসিয়েশন